‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে’ এই স্লোগানে গ্রামবাংলার সাধারণ জনগণের মাঝে সঠিক বিচার ও আইনি সেবা প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে এ মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক ভূইয়ার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন নিউ লাইফ হসপিটালের চেয়ারম্যান জাহিদ হোসেন লিটন, স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপির যৌথ অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন সহযোগী সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশানের (ইপসা) সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের একটিভিশন এরিয়াভুক্ত বাঞ্ছারামপুর উপজেলাধীন সোনারামপুর অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গ্রাম আদালত আইন, গ্রাম আদালতের ধারা, গ্রাম আদালতের বিচারক সংখ্যা, গ্রাম আদালতে মামলার সুবিধা, গ্রাম আদালত এখতিয়ার ও ক্ষমতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য়) পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফেরদৌস আহমেদ।
আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সোনারামপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য, সোনারামপুর ইউপি সচিব মো. মুজাহিদুল ইসলাম কালন হোসেন, মিজান ভুইয়া, ওয়ার্ড সদস্য ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালতের পেশকার তাজুল ইসলাম, গ্রাম পুলিশ, শিক্ষক, ইমাম প্রমুখ।
কেকে/এএম