চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কিশোর দাশ (৩০) নামের একজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আধার মানিক দরগাহ সংলগ্ন রেল লাইন এলাকায় প্রাইভেট কার, সিএনজি চালিত অটো রিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর দাশ সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাস হাট জেলে পাড়ার ক্ষীরমহন দাশের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারগামী প্রাইভেট কারের সাথে বিপরীত দিক হতে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার রাস্তার বিপরীতে উঠে গেলে সিএনজি চালিত অটো রিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী কিশোর দাশ প্রাইভেট কারের নিচে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা মোটরসাইকেল আরোহী কিশোর দাশকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে রেফার করেন।
দুর্ঘটনায় কবলিত কিশোরের দাদা জানান, কিশোর দাশকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তার বর্তমান অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউতে আছেন।
দোহাজারী হাইওয়ে পুলিশের এএসআই তসলিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার করি। আমরা যাওয়ার আগেই আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভরঞ্জন চাকমা বলেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।
কেকে/ এমএস