নিজের দুই মাস বয়সের শিশু সন্তানকে চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের মাকেও কুপিয়ে হত্যা করেছে পাষন্ড মেয়ে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার নুন গোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রোকসানা খাতুন ও শিশুটির নাম আশরাফী খাতুন। নিহত গৃবধূর স্বামীর নাম খোদা বক্স।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, ‘আনুমানিক বেলা আড়াইটার দিকে একই এলাকার মৃত খোদাবক্সের মেয়ে শান্তা খাতুন তার নিজের দুই মাস বয়সের মেয়ে আশরাফিকে জ্বলন্ত চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে শান্তা তার মা রোকসানা খাতুনকে কুপিয়ে হত্যা করে।’
সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক জানান, ‘সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলা গ্রামের মৃত খোদা বক্সের মেয়ে প্রথমে শান্তা খাতুন তার নিজের মেয়ে দুই মাস বয়সের আশরাফিকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনা তার মা রোকসানা খাতুন বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনা জানার সাথে সাথে তিনি ঘটনাস্থলে যান হত্যাকারী শান্তাকে গ্রেফতার করা হয়। লাশ দুটি উদ্ধার ময়না তদেন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, শান্তা মানসিকভাবে অস্বাভাবিক প্রকৃতির। তবে কি কারণে হত্যা করেছে বিস্তারিত জানাতে পারেনি তিনি।
কেকে/ এমএস