দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৭ ব্যাচের
শিক্ষার্থী তোফাজ্জল হোসেন তপু এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কৃষি
অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান নুর (আসাদ)।
১০৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন- শেখ ফরিদ এবং মাহমুদুল হাসান মুন্না; যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন সানজিদা পারভীন রিপা; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন এনামুল হক; যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জাবেদ মজুমদার, সুমন বাদশা, আদনান পিয়াল প্রমুখ।
এ কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন সুজন ইসলাম এবং মুখপাত্র হিসেবে এস এম সুমন মনোনীত হয়েছেন।
কেকে/এজে