লক্ষ্য শিরোপা ধরে রাখার। কিন্তু শুরুতেই হোঁচট খেতে হলো পাকিস্তানকে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
হতাশাজনক হারের এবার জরিমানা গুনলো পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে মোহাম্মদ রিজওয়ানের দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুধবারের ম্যাচের পর আমিরাতের আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এই শাস্তি দেন পাকিস্তানকে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল রিজওয়ানরা।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়।
পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শাস্তি মেনে নিয়েছেন এবং দোষ স্বীকার করেছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো এবং শরফুদ্দৌলা সৈকত, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এই অভিযোগ আনেন।
কেকে/এএম