ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ১০ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৮ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় তিনটি ভাটার চিমনি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফরের কর্মকর্তারা জানান, পরিবেশ অধিদফতর ঢাকা জেলা ও সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম।
এ সময় মা স্টার ব্রিকসকে ৫ লাখ টাকা, মা ব্রিকসকে ৫ লাখ টাকা, পিওর ব্রিকসকে ৫ লাখ টাকা, জয় বাংলা ব্রিকসকে ৫ লাখ টাকা, মোহাম্মদ আলী ব্রিকসকে ৩ লাখ টাকা, আইএনসি ব্রিকসকে ৩ লাখ টাকা, আরএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, জেএনবি ব্রিকসকে ৩ লাখ টাকা, এটিসি ১ কে ৩ লাখ ও এটিসি ২ কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় মা স্টার ব্রিকস, জেএনবি ব্রিকস, এটিসি ১ ও এটিসি ২ ব্রিকস এর চিমনি আংশিক ভেঙ্গে চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ১০ ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নামঞ্জুর হয়েছে, জিগজ্যাগ চিমনি ব্যবহার করছে না, নির্দেশনা মোতাবেক বর্তমান প্রযুক্তি ব্যবহার করছে না, বিভিন্ন অসংগতি রয়েছে এমন ইটভাটার বিরুদ্ধে নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম