অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার সঙ্গে ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যরা।
এরপর রাত ১২টা ১২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় একুশের অমর সঙ্গীত "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..." বাজতে থাকে। ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন উপলক্ষে শহিদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রধান উপদেষ্টাকে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের স্মরণে কিছুক্ষণ মতবিনিময় করেন।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় পর্যায়ে একুশের দিনটি যথাযথ মর্যাদায় পালন করতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে ভাষা শহিদদের অবদানের কথা স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
কেকে/এএম