মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: নির্বাচনে জনআস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ: সাইফুল হক      বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন      কোনো অভ্যুত্থান বা বিপ্লব ৩৬ দিনে হয় না: রুমিন ফারহানা      সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা      বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি      আমরা এমন পৃথিবী গড়ি, যেখানে কেউ দরিদ্র থাকবে না: ড. ইউনূস      দেশের ভূখণ্ডে আরকান আর্মি, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন      
গ্রামবাংলা
ভাষা শহিদ দিবসে বিদ্যালয় মাঠে যাত্রাপালা ‘কাজলরেখা’
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণনাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৭ এএম  (ভিজিটর : ৩৫৩)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চুরি ও মাদক সেবন রোধে যাত্রাপালা ও বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, ছাত্র সমাজ ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই যাত্রাপালার পক্ষ ও বিপক্ষের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। আজ রাত ৯টা থেকে সারা রাতব্যাপী ‘কাজলরেখা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এদিকে হাসু ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. স্বপন মিয়া সকালে মুঠোফোনে জানান, আমার কাছ থেকে বিদ্যালয়ে যাত্রাপালা ও বাউলগানের অনুষ্ঠান করার জন্য কোনো অনুমতি নেয়নি আয়োজক কমিটির কেউ। আমি আমার স্কুলের মাঠে বিশাল প্যান্ডেল দেখে আমি বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করেছি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এসব চলবে না। আয়োজকরা যদি ভদ্রভাবে এটি বন্ধ করার পদক্ষেপ না নেয়, তখন বিষটি প্রশাসন দেখবে।

এ ব্যাপারে আয়োজকদের মধ্যে আবুল হোসেনসহ কয়েকজনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে কেউ ফোন ধরেনি।

জানা যায়, সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকদিন ধরে রাতে যাত্রাপালা ‘কাজল রেখা’ ও বাউল গানের আয়োজন করছেন স্থানীয় কিছু ব্যক্তি। এসব অনুষ্ঠানের সময় চুরি, মাদক সেবন ও জুয়াসহ নানা অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে।

এ সময় একটি উচ্চ বিদ্যালয়, কয়েকটি বাড়ি ও একটি অটোরিকশা গ্যারেজ থেকে ৭টি অটোরিকশা চুরির ঘটনাও ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই দ্রুত যাত্রাপালা ও গান-বাজনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, মুফতি আতিকুর রহমান, কলাকান্দি আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন, হানিফ মোল্লা, অহিদ মাস্টার, মো. খলিলুর রহমান, সোনারামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি সানাউল্লাহ বেপারী, হাফেজ ইয়াসিন, আব্দুল কুদ্দুস ও মো. বকুল প্রমুখ।

সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমাদের গ্রামের একটি মহল যাত্রাপালা ও গানের নামে রাতে চুরি, মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে নিজেদের পকেট ভারী করছে। আমাদের গ্রামবাসী এই আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

দুলারামপুর গ্রামের হাফেজ মাওলানা মো. ইয়াসিন বলেন, আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এখানে একটি মহল গান-বাজনা ও যাত্রাপালার আড়ালে চুরি, ছিনতাই, মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে এলাকার সম্মান ক্ষুণ্ন করছে। আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত যাত্রাপালা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে’
কুয়েটে অনশনরত চার শিক্ষার্থী অসুস্থ
নির্বাচনে জনআস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ: সাইফুল হক
সাঁওতাল সম্প্রদায়ের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন

সর্বাধিক পঠিত

খোলা কাগজে সংবাদ প্রকাশের ৫ ঘণ্টার মধ্যে কোটি টাকা ফেরত দিলেন মেয়র
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছোট ভাইয়ের মৃত্যু
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব
‘আমার লজ্জা নেই’ পোশাক-চেহারা বিতর্কে যা বললেন বিদ্যা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close