শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি       ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাওয়া ছাত্ররাই এখন রাজনীতিতে      
প্রিয় ক্যাম্পাস
ভাষা শহিদদের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির শ্রদ্ধা
মো. রফিকুল ইসলাম, বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৬ এএম  (ভিজিটর : ৬০)

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনটি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাওসিক জারিফ সিয়াম, সহ-সভাপতি মো. যুবায়ের সিদ্দিকীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো কয়েকজন। তাদের সাহসিকতা ও আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।

ভাষা শহিদদের আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ১৯৫২ সালের এই ঐতিহাসিক দিনে আমাদের অকুতোভয় শহিদরা রক্ত ঝরিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের ইতিহাসে এটি এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ভাষার জন্য মানুষ প্রাণ উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।

তিনি আরো বলেন, একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব কেবল সংবাদ প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং শুদ্ধ ও সঠিক ভাষার ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষার সৌন্দর্য ও বিশুদ্ধতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যাতে ভাষার বিকৃতি ও অপব্যবহার রোধ করা যায়। এ বিষয়ে আমাদের সবারই সচেতন থাকা উচিত।

সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরাও ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হওয়ার সংকল্প ব্যক্ত করেন।

কেকে/এএম





মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ২০
শালিখায় কালের সাক্ষী মুঘল আমলের মসজিদ
ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
প্রেস ক্লাব সভাপতির পিতার ইন্তেকাল
কিশোরগঞ্জে ময়ূখ খেলাঘর আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝