বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘মাতৃভাষা জিজ্ঞাসা ও নবীন সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জারুলতলায় আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচশত নবীন শিক্ষার্থীকে ডেলিগেট কার্ড, ফুল, ব্যাগ, ক্রেস্ট, চাবির রিং ও প্রকাশনাসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি নাজমুস সাদাত সায়েমের সঞ্চালনায় ও শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক চবি সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল আফফান মুহাম্মদ ওসমান এবং অন্যান্য ছাত্রসংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ।
পরিবেশনায় ছিল তিলাওয়াত, হামদ, নাত, আবৃত্তি, দেশের গানসহ নানা সাংস্কৃতিক উপস্থাপন ও নবীনদের অনুভূতি প্রকাশ।
মাতৃভাষা জিজ্ঞাসা পর্বে বাংলা ভাষা ও ভাষা আন্দোলন সম্পর্কিত প্রশ্নের তাৎক্ষণিক উত্তরের মাধ্যমে বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের থেকে উদ্যমী মনোভাব, সকল পঙ্কিলতা হতে মুক্ত থেকে পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় জীবন কামনা করেন। ক্যাম্পাসে সুশৃঙ্খল, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ এবং ইনসাফপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠায় ছাত্র মজলিস নেতারা নবীনদের প্রতিশ্রুতি দেন।
সকল ছাত্র সংগঠনের সাথে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্কের কথাও উঠে আসে তাদের বক্তব্যে। নবীনদের সাগ্রহ ও প্রাণোচ্ছল উপস্থিতিতে একটি অনন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
কেকে/এএম