যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন-১’ এর সামনে কালো ব্যাচ ধারণ এবং জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দীন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এরপর সকাল ৮টা ২০মিনিটে উপাচার্যের নেতৃত্বে প্রভাত ফেরীতে অংশ নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি শেষে উদযাপন কমিটি, বিভিন্ন বিভাগ, অনুষদ, হল প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্যরা ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর ড. অধ্যাপক মোখলেছুর রহমানসহ বিভিন্ন ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, ছাত্র সংগঠনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাদ আসর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কেকে/এএম