কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে ভাতিজার মারপিটে চাচা আমজাদ হোসেন (৫৫) হত্যা মামলায় প্রধান আসামি শহিদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৯ ফব্রেুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকার সাভার বিশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী বুদ্ধির বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে হত্যা মামলার এজাহারভূক্ত এক নম্বর আসামি। পরে বৃহস্পতিবার রাতে র্যাব তাকে কাউনিয়া থানায় হস্তান্তর করলে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাকে রংপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, চলতি বছরের ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শহিদুল ইসলাম লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলন করতে গেলে বাধাঁ দেন চাচা আমজাদ হোসেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
এ সময় তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাত ৩টার দিকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে চাচা আমজাদ হোসেন মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে রায়হান আলী বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় নিহত আমজাদ হোসেন হত্যা মামলায় প্রধান আসামি শহিদুল ইসলামকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা সাভার বিশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে র্যাব।
এর আগে এ মামলায় এজাহারভূক্ত আরেক আসামি গোলাপি বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
কেকে/এএম