খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে আমরা ঐক্য চাই। সকলে ঐক্য করে একটা সফল রাষ্ট্র কায়েম করার চেষ্টা করবো আমরা। আমাদের যতগুলো ইসলামী দল আছে সেখানে হয়তো আমাদের কিছু মতোবিরোধ আছে, কিন্তু আমরা আমাদের দেশ রক্ষায় সেগুলো ভুলে এক হয়ে কাজ করতে চাই।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা বাছিত বলেন, কেয়ামত পর্যন্ত হক এবং বাতিলের একটি দ্বন্দ থাকবে। বাংলাদেশের বাতিল হচ্ছে ফ্যাসিবাদ হাসিনা সরকার। এই সরকারের দল ছাড়া সকল দলের সাথে আমরা ঐক্য চাই। আমরা শুধু পাঁচ তারিখের পরে না আগেও সকল দলের সাথে ঐক্যের কথা বলেছি। ঐক্য হয়ে আমরা একটা সফল রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করি। আমরা চাই ইসলামি যত দল আছে, যদিও অনেক মতবিরোধ আছে তার পরেও আমরা দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে চাই। তারপরও যারা বিরোধ করছে এটা তাদের বিষয়। ছাত্রদের বিভিন্ন সংগঠনের মধ্যে মতোবিরোধ দেখা যাচ্ছে। এটা আমাদের কাম্য নয়। আমরা তাদেরকে বলছি এগুলো ছেড়ে দেন। এগুলো না ছাড়লে কাজ হবে না।
তিনি আরো বলেন, আমরা চাই ইসলামি দলগুলোর একটি মার্কায় নির্বাচন হোক। ইসলামি দলের একটি মার্কা থাকলে ভোটারদের ভেট দিতেও সহজ হবে। আমরা ইসলামি দলগুলো আলোচনায় বসবো যখন তখন নির্ধারন করবো এসব বিষয়। যেখানে জামায়াতের প্রার্থী থাকবে সেখানে খেলাফতের বা অন্য দলের কোন প্রার্থী থাকবে না। এমনিভাবে আমরা যদি ভাগ করে নিতে পারি তাহলে নির্বাচনটি আমাদের ইসলামি দলগুলোর জন্য সহজ হবে। এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করবে। তবে দেশ ও জনগণের স্বার্থে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে চাই।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের সহাসচিব ড. আহমদ আবদুল কাদের, প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দলটির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।
কেকে/এজে