মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে্য উপজেলা চত্বর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভার চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা হাসপাতাল কমপ্লেক্স, আটঘরিয়া থানা, জনস্বাস্থ্য প্রকৌশলী, দেবোত্তর ডিগ্রি কলেজ, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, আটঘরিয়া সরকারি কলেজ,
আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল,কৃষক দল, শ্রমিক দল, পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগে সংগঠনের নেতাকর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক করেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়।
এদিন সকাল সাড়ে দশটায় উপজেলা সম্মেলন কক্ষে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিব উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা প্রশাসন উপজেলা মডেল মসজিদের আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি, প্রকৌশলে কর্মকর্তা বাকি বিল্লাহ, ওসি রফিকুজ্জামান সরকার, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ, শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম নাজমুল, জন স্বাস্থ্য প্রকৌশলী কে এম একরামুল সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ করেন এদের মধ্যে প্রথম হয়েছেন সাহা খাতুন, দ্বিতীয় হয়েছেন হাফিজা খাতুন, তৃতীয় হয়েছেন তানজিমুল হোসেন আচ্ছা প্রথম হয়েছে। খ গ্রুপে প্রথম হয়েছেন মাইয়া আক্তার,২য় হয়েছেন আজিম হোসেন, তৃতীয় হয়েছেন মাহবুল রিশনা। গ গ্রুপে প্রথম হয়েছেন আয়েশা সিদ্দিকা নুর, দ্বিতীয় হয়েছেন সুরভী তৃতীয় হয়েছেন আরিফিন করিম। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উম্মে রুকসান, দ্বিতীয় হয়েছেন সাদিয়া সুলতানা, তৃতীয় হয়েছেন ইবরান আহমেদ।
কেকে/ এমএস