ব্যান্ডিং বাংলা ইয়ুথের ২০২৫-২০২৬ সেশনের নির্বাচনের মাধ্যমে একুশ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নির্বাচন। ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রভাষক গোলাম রাব্বানী ইমন, সার্বিক বিষয় পরিচালনা করে ব্যান্ডিং বাংলা ইয়ুথের প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি ভূঁইয়া এবং সবার পক্ষে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন মো. জাসেম আলম। পরবর্তীতে বেলা ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতার সমন্বয়ে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল ও কমিটি ঘোষনা করা হয়।
২১ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি আবদুর রহমান সাজ্জাদ; উপ সভাপতি আরাফাত হোসেন, বিবি ফাতেমা, সামছুল আলম, নাইমুর রহমান; সাধারণ সম্পাদক মামুন হোসেন; সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন নাহিদ, রেদোয়ান হোসেন পিয়াস; সাংগঠনিক সম্পাদক আহম্মদ রেজওয়ান; সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মেহেদী হাসান।
এছাড়াও আরো ১০টি পদে ফলাফল ঘোষণা করা হয়। ব্যান্ডিং বাংলা ইয়ুথের গতিশীলতা আনার লক্ষ্যে ২০২৫-২০২৬ আগামী এক বছরের জন্য কার্যকরী কমিটি অনুমোদন উল্লেখ করা হয়।
নোয়াখালী জেলার পশ্চিম অঞ্চলের একটি উপজেলা চাটখিল। এমন একটি উপজেলায় দক্ষ ও সক্রিয় টিমকে আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্টের কার্যকরী কমিটিতে অন্তর্ভূত করায় প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও সকল সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কেকে/এজে