বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
২০ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিমসটেকে বঙ্গোপসাগরীয় সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই      বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৩      মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার      বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ      আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা       আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: মির্জা ফখরুল      প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম: নুসরাত       
প্রিয় ক্যাম্পাস
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ২১.০২.২০২৫ ৯:৪০ পিএম  (ভিজিটর : ১৪৯)
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দুদিনব্যাপী নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল দেশের প্রথম ডিজাইন বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের প্রথম পর্বে প্রিয় ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীদের বাহারি একুশের আল্পনা চিত্রায়ন, শান্ত-মারিয়াম একাডেমীর শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, শিক্ষক শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদ্বীপ প্রজ্জলন এবং ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ ও সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভিন্ন পর্বে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ডিন ও বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, হেড অব মার্কেটিং সাদাত ইবনে মাহমুদ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

একুশের প্রথম প্রহরে শহিদ বেদিতে একযোগে শুভেচ্ছা জানায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ, শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুম ও শান্ত-মারিয়াম ইন্সটিউিট অব ক্রিয়েটিভ টেকনোলজিসহ শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত নিবাস। 

শ্রদ্ধা নিবেদনের পূর্বে প্রজ্বলিত হয় অসংখ্য মোমবাতি। ঘড়ির কাটা যখন ১২টা ছুঁইছুঁই তখন সমবেত কন্ঠে শুরু হয় আবেগঘণ একুশের সেই কালজয়ী সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’। কন্ঠে গান আর অঞ্জলি ভরা ফুল দিয়ে শুরু হয় ক্যাম্পাসের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন। অতপর সকাল হতেই অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা। 

এরপর সমাপনী পর্বের অনুষ্ঠানে ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভাষা আন্দোলন তথা স্বাধীনতাযুদ্ধের সূত্রপাত প্রসঙ্গ ও ২১ ফেব্রুয়ারির আন্তার্জাতিক মাতৃভাষা দিবস হয়ে ওঠার বৃত্তান্তসহ তাৎপর্যপূর্ন বিভিন্ন আলোচনায় অংশ নেন ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অব সোস্যাল সায়েন্স ও ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টসের ডীন সাহিত্যিক প্রফেসর সৈয়দ আজিজুল হক ও ডিজাইন ফ্যাকাল্টির ডীন অধ্যাপক শিশির কুমার ভট্রাচার্যসহ অন্যান্যরা।

আলোচনা অনুষ্ঠানের মাঝে শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একুশের গান, নৃত্য ও আবৃত্তিসহ হরেক রকম আয়োজন। সর্বশেষ চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনসহ দুদিনব্যাপী একুশের এ অনুষ্ঠান।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়   মহান শহিদ দিবস   আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আত্রাইয়ে জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় যুবক নিহত
মসজিদের পাশে গানবাজনোকে কেন্দ্র করে মারামারি, আহত ১০
বিএনপি নেতা তানভীর হুদার সঙ্গে নেতাকর্মীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

সর্বাধিক পঠিত

ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য দেশি অস্ত্রের প্রদর্শনী, গ্রেফতার ১৫
বোচাগঞ্জে জহুরা ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা কর্মীদের বেধে ১১টি গরু চুরি
বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে পৃথক স্থানে সংঘর্ষে আহত ৩০
চরফ্যাসনে সেচ্ছাসেবক দল নেতাকে রাতের আধাঁরে হত্যার চেষ্টা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2024 Kholakagoj
🔝
close