দুদিনব্যাপী নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল দেশের প্রথম ডিজাইন বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের প্রথম পর্বে প্রিয় ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীদের বাহারি একুশের আল্পনা চিত্রায়ন, শান্ত-মারিয়াম একাডেমীর শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, শিক্ষক শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদ্বীপ প্রজ্জলন এবং ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ ও সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভিন্ন পর্বে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, ডিন ও বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, হেড অব মার্কেটিং সাদাত ইবনে মাহমুদ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
একুশের প্রথম প্রহরে শহিদ বেদিতে একযোগে শুভেচ্ছা জানায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ, শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুম ও শান্ত-মারিয়াম ইন্সটিউিট অব ক্রিয়েটিভ টেকনোলজিসহ শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত নিবাস।
শ্রদ্ধা নিবেদনের পূর্বে প্রজ্বলিত হয় অসংখ্য মোমবাতি। ঘড়ির কাটা যখন ১২টা ছুঁইছুঁই তখন সমবেত কন্ঠে শুরু হয় আবেগঘণ একুশের সেই কালজয়ী সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’। কন্ঠে গান আর অঞ্জলি ভরা ফুল দিয়ে শুরু হয় ক্যাম্পাসের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন। অতপর সকাল হতেই অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা।
এরপর সমাপনী পর্বের অনুষ্ঠানে ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভাষা আন্দোলন তথা স্বাধীনতাযুদ্ধের সূত্রপাত প্রসঙ্গ ও ২১ ফেব্রুয়ারির আন্তার্জাতিক মাতৃভাষা দিবস হয়ে ওঠার বৃত্তান্তসহ তাৎপর্যপূর্ন বিভিন্ন আলোচনায় অংশ নেন ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অব সোস্যাল সায়েন্স ও ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টসের ডীন সাহিত্যিক প্রফেসর সৈয়দ আজিজুল হক ও ডিজাইন ফ্যাকাল্টির ডীন অধ্যাপক শিশির কুমার ভট্রাচার্যসহ অন্যান্যরা।
আলোচনা অনুষ্ঠানের মাঝে শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একুশের গান, নৃত্য ও আবৃত্তিসহ হরেক রকম আয়োজন। সর্বশেষ চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনসহ দুদিনব্যাপী একুশের এ অনুষ্ঠান।
কেকে/ এমএস