পথসভা ঘিরে দলীয় নেতাকর্মীসহ কয়েক হাজার সাধারণ মানুষের সমাগম ঘটে। দেখে মনে হচ্ছে পথসভা নয় যেন জনসভা। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপস্থিতিও দেখা গেছে পথসভায়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) রাত নয়টায় নোয়াখালী সোনাইমুড়ী বাইপাস চত্বরে সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জামায়াত আমির বলেন, আমরা একটি সাম্য, মানবিক ও কল্যাণকর বাংলাদেশ গড়তে চাই। আপনারা কি আমাদের সেই স্বপ্নের সাথী হতে চান, আমরা আপনাদের দোয়া ভালোবাসা ও সমর্থন চাই। আমরা চাইনা কোনভাবে যে কারো দ্বারা ফ্যাসিবাদ আবার ফিরে আসুক। আমরাও যদি অন্যায়-অনায্য কিছু করি, চাঁদাবাজি-দখলদারি টেন্ডারবাজি করে থাকি, তাহলে আমাদেরও ছাড় দেবেন না।
এ সময় তিনি সোনাইমুড়ী নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান।
পথসভায় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির ও ৩ নং চাষির হাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লা। সোনাইমুড়ি পৌরসভা আমির মাওলানা আব্দুল মতিন। উপজেলা ভাইস চেয়ারম্যান, শাহাবুদ্দিন এ সময় হাজার হাজার নেতাকর্মী আমিরে জামায়াতকে হাত নেড়ে ও ফুলেল শুভেচ্ছা জানান।
কেকে/এআর