চট্টগ্রামে শুরু হলো চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল আয়োজিত 'চিত্রচিন্তা প্রথম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী'। চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আয়োজিত এই দুই দিনব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুবাদক ও শিল্প সমালোচক আলম খোরশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম, চিত্র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবু এবং বরেণ্য আলোকচিত্রী ডা. ইব্রাহীম ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদর্শনীর আহ্বায়ক রিজওয়ানুল আলম। এরপর উদ্বোধক আলম খোরশেদ তার বক্তব্যে আলোকচিত্রের বিশ্বজনীন ভাষা, চিত্রশিল্প ও আলোকচিত্রের সম্পর্ক এবং বাংলাদেশের আলোকচিত্রীদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তিনি বলেন, ‘আলোকচিত্র এক অনন্য ভাষা, যা ভৌগোলিক সীমারেখা পেরিয়ে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের কাছে ভাব প্রকাশ করতে পারে। চিত্রচিন্তার এই আন্তর্জাতিক প্রদর্শনী তারই প্রমাণ, যেখানে দেশ-বিদেশের আলোকচিত্রীদের অসাধারণ কাজ প্রদর্শিত হচ্ছে।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী আহমেদ রাসেল। প্রদর্শনীতে দেশি-বিদেশি আলোকচিত্রীদের নির্বাচিত চিত্রকর্ম স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের বিমোহিত করছে।
এই প্রদর্শনী আগামীকালও দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে আলোকচিত্রীদের সৃজনশীল কাজ এবং আলোকচিত্রের নান্দনিকতা উপভোগের সুযোগ পাবেন আগত দর্শনার্থীরা।
কেকে/এএস