চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উন্মুক্ত গ্রন্থাগার লাইব্রেরি এক্সের আয়োজনে বই উৎসব অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে লাইব্রেরি এক্সের আনুষ্ঠানিকতা সকাল ৯টায় থেকে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয় এ উৎসব।
ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, দর্শন ও আত্মউন্নয়নবিষয়ক বই দিয়ে স্টল সাজানো হয়। পাশাপাশি পরিত্যক্ত শহিদ মিনারকে বই পড়ার স্থান হিসেবে ব্যবহার করা হয়। বই উৎসবে অংশ নেয় স্কুলশিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
বই উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানালেন, স্কুল থেকে বের হইয়ে দেখলাম বই উৎসব চলছে। অনেক ভিড় দেখে আমিও গেলাম, বই পড়লাম, অনেক ভালো লাগলো। আমার মতে লাইব্রেরির মধ্যে উত্তম লাইব্রেরি হলো লাইব্রেরি এক্স৷
আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, লাইব্রেরি এক্সের জ্ঞানের আলো ছড়ানোর এই ধারা অব্যাহত থাকুক, লাইব্রেরি এক্স প্রতি মাসে এরকম কিছু ইভেন্ট করতে পারলে পাঠকরা জ্ঞানার্জনের ধাপগুলো দ্রুত এগিয়ে যাবে।
ইতিহাসবিদ, গবেষক, লেখক ও প্রকাশক জামাল উদ্দিন বলেন, লাইব্রেরি এক্সের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। তাদের এই কার্যক্রমকে স্বাগত জানাই।
লাইব্রেরি এক্সের পরিচালনা পর্ষদের সদস্য মুনতাসিন হেলাল বলেন, আমরা দেখেছি আনোয়ারায় কোনো উন্মুক্ত গ্রন্থাগার নেই। বর্তমান তরুণ প্রজন্মকে বই পড়তে আমাদের ক্ষুদ্র প্রয়াস।
লাইব্রেরি এক্সের পরামর্শদাতা রুকন উদ্দিন নায়েব বলেন, প্রতিষ্ঠার পর থেকে লাইব্রেরি এক্স সবার সাড়া পেতে থাকে, এটি তাদের অ্যাচিভমেন্ট'ই বলা যায়। আমি চাই এ ধারা অব্যাহত থাকুক।
শুধু ভাষার মাসই নয়, ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত রাখতে চান তারা।
কেকে/এএস