গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের ধাক্কা লেগে চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে সাম্পান রেস্টুরেন্টের মধ্যে ঢুকতে থাকা সোহান পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা মেরে সাজোড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশে দুমড়ে মুচড়ে গেলে ১২ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
কেকে/এআর