‘আমরা কারা-শান্তির পায়রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য, আয়োজনে ময়ূখ খেলাঘর আসরের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের খড়মপট্টি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই জায়গায় গিয়ে শেষ হয়। সংগঠনের শতাধিক সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা এতে অংশ নেন।
এর আগে সংগঠনের সভাপতি খায়রুল আলম চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সহসভাপতি খায়রুজ্জামান আসাদ, নাজমুন্নাহার মলি, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খান খোকন ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাছিম খানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা, প্রয়াতদের স্মরণ ও স্মৃতিচারণ, মুক্ত আড্ডা ও চা-চক্রের আয়োজন করা হয়।
কেকে/এএস