টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পরিষদ হল রুমে যুব বিভাগের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীদিনে কোনো জুলুমবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে সব জনগণের দোরগোড়ায় গিয়ে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সম্মেলনে আরো বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) র টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা বুরহানুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী পৌর শাখার সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন, সেক্রেটারি মো. শরীফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা যুব বিভাগ ২০২৫ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিনকে সভাপতি ও যদুনাথপুর ইউনিয়ন শিবিরের সেক্রেটারি বাবুল রানাকে সেক্রেটারি করে ১৬ সদস্যের কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা, পৌর শাখাসহ বিভিন্ন ইউনিয়নের ও তার সব সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএস