সারিয়াকান্দিতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৯ পিএম (ভিজিটর : ১২১)

ছবি: সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইব্রাহিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের রঞ্জু প্রামাণিকের ছেলে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সারিয়াকান্দি-কুতুবপুর সড়কে দেবডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইব্রাহিম তাদের বাড়ির কাছে সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী চলন্ত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এতে ইব্রাহিম মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এএস