লালমনিরহাটের হাতীবান্ধায় শহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘সুস্বাস্থ্য হলো সম্পদের চেয়ে বেশি মূল্যবান এবং জ্ঞানের চেয়ে বেশি সুখের’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সহযোগিতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম)আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমি বীরপ্রতীক, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ বিনা টাকায় চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কেকে/এএস