গাজীপুরের কাপাসিয়ায় ‘ইসলামী যুবকল্যাণ সংস্থা’র উদ্যোগে বিশাল মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক সংগীত পরিবেশিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ১০ সহস্রাধিক ছাত্র-যুবক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম গালিব ও সাব্বির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আল্লামা আশেকে মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সুপরিচিত ভাষ্যকার ইলিয়াস হাসান এবং ওবায়দুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান, দেলোয়ার জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামি সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল্লাহ আল নোমান,
শেখ এনাম, মাহমুদ হোজাইফা, আবু ওবায়দা, আবু রায়হান, তাহসিনুল ইসলাম, তাওহিদ জামিল, শেখ সাঈদ,
মোয়াজ, সোমামা মারজু, শিল্পী খান সাহেব প্রমুখ ।
কাপাসিয়ার ইতিহাসে সর্বপ্রথম সর্ববৃহৎ এই ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ গভীর রাত পর্যন্ত মনভরে উপভোগ করেন। উপস্থিত সবার সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় আয়োজক কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।ভবিষ্যতে সময় সুযোগ করে আরো বড় পরিসরে এমন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন তারা।
কেকে/এএস