ধামরাইয়ে ‘তারুণ্যের উৎসব তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
উপজেলা পর্যায়ে প্রথম এ আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান এবং এ খেলার চর্চার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুন আহমেদ অনীক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট, সম্মানি ও সার্টিফিকেট তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামুনুন আহমেদ অনীক।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসলাম আল আজীম, উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসির উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন, ফুট ব্যালেন্স টেকনোলজি বাংলাদেশের ম্যানেজার আক্তার হোসেন রানাসহ জনপ্রতিনিধি, ইউনিয়ন প্রশাসক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস