ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মিরপুরে শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ক্লিনিকের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
এসময় নওগাঁ জেলার পুলিশ সুপার সাফিউল সারোয়ার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব আশরাফুল আফসার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) আলাউল আকবর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খাঁন টিটু, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য আবু নাসের মেম্বার।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মিরপুর গ্রামের সাধারণ মানুষের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক খুবই দরকার ছিল। গ্রামের কেউ জায়গা দিতে না পারায় এতদিন কমিউনিটি ক্লিনিক করা হয়নি। মিরপুর গ্রামের আবুল কাশেম মাস্টার এর বড় ছেলে পুলিশ সুপার সাফিউল সারোয়ার জায়গা দেয়ার কারণে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। এই কমিউনিটি ক্লিনিক যেন অবহেলার কারণে চিকিৎসার মান পিছিয়ে না পড়ে সেদিকে গ্রামবাসী নজর দিতে হবে।
কেকে/ এমএস