আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছিল আগেই। সেই আভাসই সত্যি হলো। মিষ্টি বিকেলের শেষে সন্ধ্যায় ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামতে শুরু করে।বিকেল থেকে টিপটিপ বৃষ্টির পর সন্ধ্যার দিকে মুষলধারায় বর্ষণ শুরু হয়েছে।
বাংলা মাসের হিসেবে শনিবার ছিল ৯ ফাল্গুন। বিগত কয়েক বছরে এই সময়ে সামান্য হলেও শীত থাকত দেশের বিভিন্ন জায়গায়। তবে এ বছর শীত বিদায় নিয়েছে একটু আগেভাগেই মনে হয়। মাঘ মাস শেষ না হতেই গরম পড়তে শুরু করেছে।
হঠাৎ বৃষ্টি নামায় সড়কে থাকা সাধারণ মানুষদের কিছুটা ভোগান্তি পোহাতে দেখা গেছে। ফুটপাতের ব্যবসায়ী আর বাইরের খেটে খাওয়া মানুষ পড়েন কিছুটা বেকায়দায়। বৃষ্টিতে ভিজে রিকশাচালকরা যেমন ছুটেছেন, তেমনি যাত্রীরাও কেউ কেউ ভিজে বাসে উঠছেন গিয়েছে ডিউটিতেও।
এ ছাড়া আগামী ৫ দিনে আবহাওয়া পরিবর্তনের উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেকে/ এমএস