গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় গাজীপুরের চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন শুরু করেন।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তাদের দাবি, বর্তমান নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় বহনকারী নামকরণ করা হোক।
তবে গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেও শিক্ষার্থীরা আরো প্রতিবাদে ফেটে পড়েন।
স্টুডেন্ট ফোরাম সংগঠক ইউনুস আলী, ফখরুল হাসান ফয়সাল, শাহরিয়ার কবির সজিব বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। তারা চান, বিশ্ববিদ্যালয়টি ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের তথ্য মতে, গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাস্তবায়নে ‘স্টুডেন্ট ফোরাম’ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গাজীপুর জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
এ বিষয়ে ইউনিভার্সিটির প্রক্টর রাকিব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয় নিয়ে জরুরি সভা ডেকে আলোচনা চলছে। আজকেই বিকালে সিন্ডিকেট সভা হবে। সেখানে আলোচনা হবে।’
কেকে/ এমএস