রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
গণতন্ত্রের প্রধান শর্ত জাতীয় নির্বাচন: আজম খান
এন.কবির, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১২ পিএম  (ভিজিটর : ৫২)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আজম খান বলেন, গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জাতীয় নির্বাচন। অথচ আমরা দেখছি সরকার সেদিকে না হেঁটে নির্বাচন প্রক্রিয়া যাতে ব্যাহত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাব, কোনও প্রকার কালক্ষেপণ না করে জনগণের প্রধান দাবি নির্বাচনের পথে অগ্রসর হওয়া এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতেজনসমাবেশের প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আজ্ঞাবহ দোসররা এখনও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার সংস্কার বলে গণতন্ত্রকে ব্যাহত করার চক্রান্তে মেতে উঠেছে।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের আগামীর প্রতিপক্ষ সাংঘাতিক সুশৃঙ্খল। তাই আপনাদেরও সুশৃঙ্খল হতে হবে। নিজেদের গা ভাসিয়ে দিলে হবে না। তাই সুশৃঙ্খলতার মাধ্যমে মানুষের কাছে ভোট ভিক্ষা করুন কারণ মানুষের সন্তুষ্টি আগামী নির্বাচনে জয়ী হওয়ার একমাত্র নিয়ামক হবে। বিগত স্বৈরশাসক ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পুনরায় এ দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন।

এসময় সরকারের ভেতরে-বাইরের ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা যেমন বলতো আগে উন্নয়ন তারপর গণতন্ত্র ঠিক এখন ষড়যন্ত্রকারীরা বলছেন আগে সংস্কার তারপর নির্বাচন৷ এসময় তিনি ষড়যন্ত্রকারীদের ৫ আগষ্টের হাসিনা সরকারের পতন থেকে শিক্ষা নিতে বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তরা বলেন, সংস্কার সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের জনগণ আগে সংসদ নির্বাচন চায়। ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। যতদিন জনগনের সরকার প্রতিষ্ঠিত না হয় ততোদিন বিএনপি রাজপথে আছে থাকবে।

ষড়যন্ত্রকারীরা তারেক রহমানের জনপ্রিয়তা ও কর্মদক্ষতাকে ভয় পায়। তারা ভয় পায় ভোট দিলে তারেক রহমানকে আটকাতে পারবে না। ইলেকশন দ্রুত দেন, না হলে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষনা করাতে হয় তা বিএনপির জানা আছে।

এসময় সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বিএনপি চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল।
 
এসময় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল,বিএনপি'র কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মহসীন জিল্লুর করিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জহুরুর ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাক আহমদ খান, মাষ্টার লোকমান, মুজিবুর রহমান চেয়ারম্যান, এস.এম.মামুন মিয়া, মহসীন চৌধুরী রানা, শরীফুল ইসলাম তুহিন, সরোয়ার হোসেনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র   জাতীয় নির্বাচন   আজম খান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝