মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে জাহিদ হাসান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই জাকির হোসেন গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান ওই গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। তার সংসারে মাত্র দুই মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে সরিষা ক্ষেতে কাজ করার সময় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদ হাসান, আর তার বড় ভাই জাকির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস