রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
রাজনীতি
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৭ পিএম  (ভিজিটর : ১৩৭)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার লক্ষ্যে ছাত্রজনতার উদ্যোগে ‘জুলাই সংগ্রাম পরিষদ’ নামে নতুন সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন আবু বকর সিদ্দীক ও সদস্য সচিব মো. মুনতাসির রহমান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আবু বকর সিদ্দীক প্রান্তর বলেন, ‘যে বিচার ব্যবস্থা গণহত্যার বিচার করতে দেরি করছে, সেই বিচার ব্যবস্থার বিপ্লবী সংস্কার করতে হবে। যে আমলাতন্ত্রের কারণে আহত ও শহিদ পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে না, সেই আমলাতন্ত্রের পুনর্গঠন করতে হবে। চাকরিবিধি সংস্কার করতে হবে।’

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করলেই চলবে না, মুজিব ও হাসিনার আদর্শে কোনও রাজনীতি করা যাবে না মর্মে আইন করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যেমন ডিনাজিফিকেশন কর্মসূচি নেওয়া হয়েছিল, তেমনি ডিআওয়ামীফিকেশন করতে হবে।’

সদস্যসচিব মো. মুনতাসির রহমান বলেন, ৫ আগস্টের পর আমরা সবাই ঘরে ফিরে গিয়েছিলাম। ভেবেছিলাম যারা নেতৃত্ব আছে তারা বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলবে এবং আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৬ মাস পরও বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। তাই আমরা জুলাই সংগ্রাম পরিষদ নিয়ে সামনে এসেছি।

সংগঠনের মুখপাত্র নফিউল ইসলাম বলেন, ২ হাজারের কাছাকাছি মানুষের জীবন ত্যাগ, অসংখ্য শ্রমিক-ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমরা হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি। কিন্তু গণঅভ্যুত্থানকে বিজয়ী গণঅভ্যুত্থানে পরিণত করতে আমরা পারিনি, সাংবিধানিক ধারাবাহিকতার নামে গণঅভ্যুত্থানকে ফ্যাসিস্ট সংবিধানের ভেতর ঢুকিয়ে ফেলা হয়েছে। এখনকার আমাদের লড়াই ও রাজনীতি হচ্ছে গণঅভ্যুত্থানকে বিজয়ী গণঅভ্যুত্থান পরিণত করা, তার জন্য যে ধরনের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক তৎপরতা দরকার তা করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- জুলাই সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ হাসান সুইট, মাহফুর আর রহমান, আজহার উদ্দিন লিংকন, ইয়াসির আরাফাত, ফারদিন ইফতেখার, আসলাম সিদ্দিকী, সালাহ উদ্দীন গালিব, নাভিদ নওরোজ, এম আই রাসেল, জসিম উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান হাবিব, আফজালুর রহমান সাজিদ, আমিনুল হুদা, মো. এনামুল হকসহ কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যরা।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী   নতুন সংগঠন   আত্মপ্রকাশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝