বুধবার, ৯ এপ্রিল ২০২৫,
২৬ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে: প্রধান উপদেষ্টা      ভারতে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল      হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার      ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী      ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১০ মামলা, গ্রেফতার ৭২       বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ      বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্টের পরিকল্পিত ষড়যন্ত্র      
প্রিয় ক্যাম্পাস
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
মো. রিয়াজ হোসাইন, বাকৃবি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৩ পিএম  (ভিজিটর : ৩৭৩)
বাকৃ‌বি‌তে আটক ৫ ছিনতাইকারী। ছবি: প্রতিনিধি

বাকৃ‌বি‌তে আটক ৫ ছিনতাইকারী। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্দেহভাজন পাঁচ জন ছিনতাইকারী‌কে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের উপকরণ, জন্ম নিরোধকের উপকরণ, ধারালো অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা‌দেশ পরমাণু গ‌বেষণা ইন্স‌টি‌টিউটের (বিনা) সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান।

আটককৃত ওই পাঁচজন হচ্ছে  ময়মনসিংহ সদরের ভাঁটিকেশর (পলাশপুর রোড)  এলাকার রিফাত ইসলাম (২৮) এবং বিশ্ববিদ্যালয়ের বয়ড়া পশ্চিম পাড়ার সুপারি বাগান এলাকার রাজীব-(১৬), মো  কাওসার মিয়া-(১৭), মো নাঈন-(১৪) ও শামীন (১৩)।

পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় টহল দিচ্ছিলো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী। এসময় একটি অটোরিকশার মধ্যে চারজনকে সন্দেহ ভাজন মনে হয় এবং অটোরিকশা চালকসহ ওই চারজনকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থেকে চাইনিজ ছুড়ি, ক্ষুর, মাদক সেবনের উপকরণ, কেঁচি, দিয়াশলাই এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটককৃত ওই পাঁচজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার জানান, সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়েছে এবং আমরা এ বিষয়ে খবর পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টরকে জানিয়েছি যাতে তাদেরকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সজাগ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের বলা হয়েছে যাতে তারা তাদের টহল কার্যক্রম বাড়িয়ে দেন।

আটককৃতদের বিষয়ে সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, বিভিন্ন সময় ক্যাম্পাসে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ আসলেও উপযুক্ত প্রমাণের অভাবে আমরা অভিযুক্তদের ধরতে ব্যর্থ হই। আজকে আমাদের টহল বাহিনী বিনার থেকে একটু সামনে এদের আটক করে। পরে তল্লাশি করে আমরা এদের থেকে ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করি। এদের থেকে পাওয়া মোবাইলে আমরা নানা মাদকদ্রব্য ও অস্ত্রের ছবি পাই। আমরা কোতোয়ালি থানার ওসিকে এই বিষয়ে অবগত করেছি, তার টিম এসে এদের থানায় নিয়ে যাবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বাকৃ‌বি‌   জন্ম নি‌রোধক   ছিনতাইকারী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তায় অভিযোগে মানববন্ধন
ধামরাইয়ে বোরো উফশী ধানে প্রণোদনা পেলেন ৬০০ কৃষক
তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে: প্রধান উপদেষ্টা
চরফ্যাশনে ১২ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

সর্বাধিক পঠিত

থানা থেকে আসামি ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা
শরীয়তপুরে মা-মেয়েকে পেটালেন তিন বাপ-ছেলে
টঙ্গীতে গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
‘আক্রমণ করে গায়ের গোশত ঝাড়বেন, গোশত ছিনে নিয়ে আসব’, ছাত্রদল নেতার হুমকি
শরীয়তপুরে রাতের আঁধারে দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close