মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি      আমরা এমন পৃথিবী গড়ি, যেখানে কেউ এতটা দরিদ্র থাকবে না: ড. ইউনূস      দেশের ভূখণ্ডে আরকান আর্মি, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন      শীর্ষ পর্যায়ে পদ পাচ্ছে স্বৈরাচারের দোসররা       পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ      আন্দোলনে যাবে না বিএনপি      অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব       
প্রিয় ক্যাম্পাস
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
এসএইচ জাহিদ, শাবি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ পিএম  (ভিজিটর : ৪২১)
শাবি ছাত্রদলের কর্মীসভা। ছবি: প্রতিনিধি

শাবি ছাত্রদলের কর্মীসভা। ছবি: প্রতিনিধি

নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে দীর্ঘ ১৫বছর পর কর্মীসভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। তবে ক্যাম্পাসের ভেতরে সভার অনুমতি না পাওয়া বিশেষ মহলের ষড়যন্ত্র হিসেবে দেখছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধানফটকের পাশে শুরু হয় শাবি ছাত্রদলের কর্মীসভা। এতে শাবি ছাত্রদলের সভাপতি এম এ রাকিবের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জনাব অলিউজ্জামান সোহেল।

ক্যাম্পাসের ভেতরে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র উল্লেখ করে সোহেল বলেন, ‘আমি দুঃখের সাথে বলতে চাই আমরা যে জায়গায় চেয়েছিলাম (ক্যাম্পাসে) প্রোগ্রামটা করতে পারিনি। এর পেছনে একটা বিশেষ মহলের সরাসরি হাত রয়েছে।  তারা হলো বট বাহিনী, যাদের দ্বারা সিলেটের এমসি কলেজে হামলা হয়েছে। তাদের হীন খেলা জাতীয়তাবাদী ছাত্রদল সফল হতে দিবেনা।’

তিনি আরো বলেন, ‘মহান নেতা জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদল গঠিত হয়েছে যিনি না থাকলে হয়তো আমরা স্বাধীনতা পেতামনা। প্রতিষ্ঠাকলীন সময় থেকে ছাত্রদল বাংলাদেশের সংকটে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলনে ছাত্রদল একমাত্র ক্রিয়াশীল ছাত্রসংগঠন হিসেবে নেতৃত্ব দিয়েছিল। গর্ব করার মতো এমন হাজারো ইতিহাস রয়েছে ছাত্রদলের।’

সদস্য ফর্ম নেওয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সভার প্রধান উদ্দেশ্য শাবিপ্রবি ছাত্রদলকে সচল করে গড়ে তোলা। শতশত নেতাকর্মীদের থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হোক তাদের সাথে মিলে কাজ করবেন। আপনাদের দেখে যাতে ছাত্রদলে যোগ দিতে সাধারণ শিক্ষার্থীরা আগ্রহী হয়।’

কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হান্নান তালুকদার এবং শাবি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সুদীপ জ্যোতি এষ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর শাবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে আপাতত রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো রাজনৈতিক সংগঠনকে দলীয় ব্যানারে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছেনা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  শাবি ক্যাম্পাস   কর্মীসভার অনুমতি   ছাত্রদল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিজেই দোসর হয়ে এসিল্যান্ডকে বলেন ফ্যাসিবাদের দোসর
খাদ্যে বিষক্রিয়ায় পাঁচ বছরের শিশু অসুস্থ, আটক ১
শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবিতে নিজ গ্রামে বিক্ষোভ
বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
গজারিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ নৌযান শ্রমিকের লাশ উদ্ধার

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
খোলা কাগজে সংবাদ প্রকাশের ৫ ঘণ্টার মধ্যে কোটি টাকা ফেরত দিলেন মেয়র
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছোট ভাইয়ের মৃত্যু

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close