নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে দীর্ঘ ১৫বছর পর কর্মীসভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। তবে ক্যাম্পাসের ভেতরে সভার অনুমতি না পাওয়া বিশেষ মহলের ষড়যন্ত্র হিসেবে দেখছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধানফটকের পাশে শুরু হয় শাবি ছাত্রদলের কর্মীসভা। এতে শাবি ছাত্রদলের সভাপতি এম এ রাকিবের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জনাব অলিউজ্জামান সোহেল।
ক্যাম্পাসের ভেতরে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র উল্লেখ করে সোহেল বলেন, ‘আমি দুঃখের সাথে বলতে চাই আমরা যে জায়গায় চেয়েছিলাম (ক্যাম্পাসে) প্রোগ্রামটা করতে পারিনি। এর পেছনে একটা বিশেষ মহলের সরাসরি হাত রয়েছে। তারা হলো বট বাহিনী, যাদের দ্বারা সিলেটের এমসি কলেজে হামলা হয়েছে। তাদের হীন খেলা জাতীয়তাবাদী ছাত্রদল সফল হতে দিবেনা।’
তিনি আরো বলেন, ‘মহান নেতা জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদল গঠিত হয়েছে যিনি না থাকলে হয়তো আমরা স্বাধীনতা পেতামনা। প্রতিষ্ঠাকলীন সময় থেকে ছাত্রদল বাংলাদেশের সংকটে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলনে ছাত্রদল একমাত্র ক্রিয়াশীল ছাত্রসংগঠন হিসেবে নেতৃত্ব দিয়েছিল। গর্ব করার মতো এমন হাজারো ইতিহাস রয়েছে ছাত্রদলের।’
সদস্য ফর্ম নেওয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সভার প্রধান উদ্দেশ্য শাবিপ্রবি ছাত্রদলকে সচল করে গড়ে তোলা। শতশত নেতাকর্মীদের থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হোক তাদের সাথে মিলে কাজ করবেন। আপনাদের দেখে যাতে ছাত্রদলে যোগ দিতে সাধারণ শিক্ষার্থীরা আগ্রহী হয়।’
কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হান্নান তালুকদার এবং শাবি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সুদীপ জ্যোতি এষ।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর শাবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে আপাতত রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো রাজনৈতিক সংগঠনকে দলীয় ব্যানারে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছেনা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কেকে/ এমএস