মানিকগঞ্জের শিবালয়ে উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তনে পালিত হলো তারুণ্যের উৎসব। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার নানা দিক উন্মোচন করতে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তনে তারুণ্যের উৎসবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল চন্দ্র বসু।
অনুষ্ঠানে উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তনের প্রধান শিক্ষক শিশির কুমার সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খলিলুর রহমান মেম্বার, স্কুলের অভিভাবক সদস্য জুলিয়াস উদ্দিন বাবু, মতিন মোল্লা, দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিনের উৎসবে শিক্ষার্থীরা নিজেদের শারীরিক ও সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শন করে উপস্থিত সবাইকে আনন্দে মুগ্ধ করে। ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য আলোচনা, নাচ-গান এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত সবার মন জয় করে।
কেকে/এএস