কক্সবাজারের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে ৫ দিনব্যাপী শুরু হওয়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতিকুর রহমান।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আনছারুল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রজ্জাক, প্রতিষ্ঠাতা সদস্য এবিএম সাকের, বিদ্যালয়ের দাতা সদস্য মো. আলাউদ্দিন, দাতা সদস্য মো. মোজাম্মেল হক ও বর্তমান এডহক কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা বিজয়ী বিভিন্ন ইভেন্টের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীদের অবশ্যই দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং শৃঙ্খলা নিয়ে চলতে হবে। শুধুমাত্র পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তার পাশাপাশি শিক্ষা কার্যক্রম হিসেবে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিকও চর্চা করতে হবে।
তবেই তাদের মাঝে মেধা ও মননশীলতা বিকশিত হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ভালো ছাত্র হবার আগে অবশ্যই ভালো মানুষ হতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীকে দেশের সুনাগরিক হওয়ার চেয়ে সোনার মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই হচ্ছেন আগামীর বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ।
কেকে/এএস