রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা      বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি      ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      
জাতীয়
কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৮ পিএম আপডেট: ২৩.০২.২০২৫ ১২:৪১ পিএম  (ভিজিটর : ৪৮)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কোনো দলের তল্পিবাহক হয়ে,  কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের অন্যায্য ও অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে অপেশাদার আচরণ না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
 
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। 

৪০তম বিসিএস পুলিশ ব্যাচের ৬৬ জন সারদায় প্রশিক্ষণ শুরু করেছিলেন। তাদের আরো চার মাস আগে সমাপনী কুচকাওয়াজে অংশ নেয়ার কথা ছিলো। তবে নানা জটিলতায় তা আটকে যায়। বিভিন্ন অভিযোগে এই ব্যাচের ৬ শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারকে অব্যাহতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরো তিনজন রয়েছেন সরকারি সিদ্ধান্তের অপেক্ষায়। ফলে ৪০তম ব্যাচের ৫৭ জন এবং ৩৮তম ব্যাচের তিনজনসহ ৬০ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার রোববারের সমাপণী কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজের শোভা বর্ধনের জন্য তাদের সাথে একাডেমি অন্য প্রশিক্ষনার্থীরা মোট ১০টি কনটেইনজেন্টে বিভক্ত হয়ে সমাপনী কুচকাওয়াজে যোগ দেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। এ সময় মহা পুলিশ পরিদর্শক বাহারুল আলম ও পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞা সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। বলেন, জুলাই ও আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখতে হবে। নবীন কর্মকর্তাদের কোনো দলের আজ্ঞাবহ হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনার্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ না করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিন নবীন কর্মকর্তাদের নিকট সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হয়ে প্রজাতন্ত্রের নাগরিক হয়ে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেবা প্রদানের নির্দেশ দেন। 

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনার্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না, আজকের এই সমাপণী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন। 

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা   মো. জাহাঙ্গীর আলম চৌধুরী   এজেন্ডা বাস্তবায়ন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় নিহত ২, আহত ১
সাতকানিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে পুন:বহালের দাবিতে মানববন্ধন
বিদ্যালয়ে না যেয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
মাইকিং করে চাঁদা চেয়ে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা
বোরো চাষে পানির মহা সংকটে কুষ্টিয়ার লক্ষাধিক কৃষক

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝