মুন্সীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ১২৭ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ ৩ থেকে ৫ হাজার টাকা, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্বারক বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০০ শিক্ষার্থী গত বছরের ২৮ ডিসেম্বর মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২৭ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়৷
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরুজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান, মুন্সীগঞ্জ জেলার কর বাহাদুর পরিবারের সদস্য ৯ বারের সেরা করদাতা আলহাজ মজিবর রহমান সরদার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনিসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
কেকে/এএস