প্রবাসী শ্রমিককল্যাণ পরিষদের উদ্যোগে রাষ্ট্রের উন্নয়ন ও নীতি নির্ধারণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব আবদুস সালাম হলে প্রবাসী শ্রমিককল্যাণ পরিষদের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি নেক মোহাম্মদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, প্রবাসীদের সরকারের দৃষ্টিতে আনা হোক, আমরা প্রবাসে থাকলেও এ দেশের জন্যই কাজ করি, আমরা রেমিট্যান্স যোদ্ধা, আমাদের অবদান রয়েছে, আমাদের দিকে সরকারের নজর দেওয়া উচিত। বিমানের টিকিটের মূল্য কমাতে অনুরোধ করেন।
প্রবাসে শ্রমিকদের যেকোনো সমস্যায় বাংলাদেশের অ্যাম্বাসি ও দূতাবাসের সহযোগিতা চায় এ প্রবাসীরা।
প্রবাসীরা অভিযোগ করে বলেন, আমরা প্রবাসে অনেক কিছু থেকে বঞ্চিত। আমাদের মূল সমস্যা দূতাবাসের অসহযোগিতার কারণে আমাদের অনেক সময় বিপদে পড়তে হয়, তাই সরকারের কাছে অনুরোধ আমাদের সহযোগিতা করার জন্য। আমাদের পাশে থেকে দূতাবাস যেন সহযোগিতা করে। অন্যথায় আমরা বিদেশে গিয়ে সুযোগ সুবিধা করতে পারব না। আমাদের সহযোগিতা করুন।
বক্তারা বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে থাকি সেখানে আমাদের আপন বলতে কেউ থাকে না। আমরা মনে করি আমাদের দেশের দূতাবাস আমাদের আপন স্থান কিন্তু সেই দূতাবাসে গিয়ে অসহযোগিতা পেলে তখন মনে হয় সমুদ্রে পড়ে গেলাম। তাই এমন ঘটনা যেতে না ঘটে সেদিকে সরকারের নজর দেওয়ার অনুরোধ। অনেকেই সাগরে ভেসে ইউরোপের বিভিন্ন দেশে যায় সে তার নিজের জীবনের কথা ভাবে না।
তিনি ভাবে আমি বাঙালি একটু ভালো থাকব, দেশকে ভালো রাখব এই প্রত্যাশায়। কিন্তু তারপর দেশে এলে এয়ারপোর্টে এসে এক ধরনের হয়রানি হতে হয়। এগুলো যেতে না হয় সেদিকে সরকারের নজর দেওয়ার অনুরোধ করেন প্রবাসীরা।
কেকে/এএস