সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার      রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি      দুদক দুর্নীতি করে এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না      প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান      ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ      ৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম      শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      
প্রিয় ক্যাম্পাস
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪২ পিএম  (ভিজিটর : ১২২)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’  ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা বাড়ছে, অথচ অনেক ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পাচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতি অব্যাহত থাকলে নারীরা কখনোই নিরাপদ হবে না। আমাদের দাবি—ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউন্সেলিং এবং গাইডেন্সের সহকারী পরিচালক (সাইকোলজিস্ট) আদিবা আক্তার বলেন, বর্তমান সময়ে ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের মতো গুরুতর অপরাধ ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তবে এ ধরনের অপরাধের মাত্রা সমাজে আরো বেড়ে যাবে। এ বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে।

সমাবেশে উপস্থিত একজন শিক্ষার্থী বলেন, শুধু আইন করলেই হবে না, আইনের বাস্তবায়নও জরুরি। অনেক সময় দেখা যায়, প্রভাবশালীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। আমরা চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কেউ এই ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। একের পর এক ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গজারিয়ায় পানিতে পড়ে নৌযান শ্রমিক নিখোঁজ
নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে আইওএম’র উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সভা
রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার
‘আর একবার যদি ছেলের মুখে মা ডাকটা শুনতে পারতাম’

সর্বাধিক পঠিত

পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন
‘আর একবার যদি ছেলের মুখে মা ডাকটা শুনতে পারতাম’

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close