গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালীতে ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল নাইট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) রাতে থানাপাড়া আদর্শ সরকারি বিদ্যালয় মাঠে উক্ত নাইট ফুটবল টুর্নামেন্ট খেলায় দুটি দল অংশ গ্রহণ করে।
বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শিল্পপতি কামরুজ্জামান সাঈদী সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, শাহরিয়ার নিজাম সৌরভ প্রমুখ।
নাইট ফুটবল টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করে ফুলছড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বনাম এসএসসি ২০১৬ ব্যাচ কালিরবাজার। ট্রাইবেকারে ১-০ গোলে এসএসসি ২০১৬ ব্যাচ কালিরবাজার বিজয়ী হয়।
এছাড়াও ওই দিন রাতে মদনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শিল্পপতি কামরুজ্জামান সাঈদী সোহাগ।
কেকে/এএস