সমাধান সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফেএর অর্থায়নে কেশবপুরের মজিদপুর ইউনিয়নে নাক, কান ও গলাবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুরে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নাক, কান ও গলাবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নাক কান ও গলা বিশেষজ্ঞ সার্জন ডা. মো. হাসনাত আনোয়ার ও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহীদ আনোয়ার রোগীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, সিনিয়র ম্যানেজার গোলাম কিবরিয়া, মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন বুলবুল,শফিকুল ইসলাম, সমৃদ্ধির ইউনিয়ন সমন্ময়কারী আশরাফুজ্জামান,কেশবপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, আল মামুন, ডা. রায়হান আহম্মেদ শুভ, রফিকুল ইসলামসহ ইউনিয়নের সমাধানের ০৯ জন স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। ক্যাম্পে ১৬৮ জন রোগীকে ফ্রি সেবা প্রদান করেন।
কেকে/এএস