বান্দরবানের লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার
(২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ
ম খালিদ হোসেন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপজেলা হল রুমে এ মসজিদের উদ্বোধন
করেন
নবনির্মিত
‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার, মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব,
ধর্মবিষয়ক মন্ত্রণালয়, অভিজিৎ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত
সার্কেল, রাঙ্গামাটি, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবান।
এছাড়া
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, এএসপি লামা সার্কেল, নবাগত
অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতা, বিভাগীয় কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি,
সাংবাদিক, শিক্ষক, ইমাম সমিতির নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি
প্রমুখ।
অনুষ্ঠানে নব নিয়োগকৃত ইমাম, মুয়াজ্জিনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
কেকে/এএস