ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশব ও স্কুল জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। ছোটবেলা থেকেই ছেলেদের থেকে দূরে থাকতেন বলে জানিয়েছেন এই নায়িকা।
বেশিদিন হয়নি প্রেমিককে বিয়ে করে সংসার করছেন শিরিন শিলা। ছয় বছরের প্রেমের সফল পরিণতি ঘটিয়ে গত বছরের অক্টোবরে ঘর বেঁধেছেন তিনি। অথচ এই নায়িকা জানান, একসময় ছেলেদের সঙ্গ এড়িয়ে চলতেন।
শিরিন শিলা বলেন, এক দিন স্কুল ছুটির পর দেখতে পেলাম, কয়েকজন ছেলে আমার পেছন পেছন আসছে। কিন্তু ওরা আমাকে কিছু বলেনি, টিজ করেনি। আমি শুধু দেখলাম, আমার বাসা পর্যন্ত তারা ফলো করে চলে এসেছে। তখন বুঝতে পারলাম, ওরা হয়তো আমার বাসা চেনার জন্যই অনুসরণ করেছে।
শৈশবের সীমাবদ্ধতার প্রসঙ্গে শিলা আরো বলেন, আমি ছোটবেলা থেকেই ছেলেদের থেকে দূরে থাকতাম। স্কুল ছাড়া কোথাও যেতাম না, আর আম্মুর সঙ্গে নাচের স্কুলে যেতাম। ছোটবেলা থেকেই নাটকের শুটিং করতাম, এ পর্যন্তই আমার সীমাবদ্ধতা ছিল।
নায়িকা বলেন, আমি কখনো ছেলেদের সঙ্গে পড়িনি, মানে ছেলেদের যে ব্যাচে পড়ানো হতো, আমি সেই ব্যাচেও পড়তাম না। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না।
শিরিন শিলা চলচ্চিত্রে খুব বেশি আলোচিত না হলেও ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘শেষ বাজি’, যেখানে তিনি অভিনয় করেছেন নায়ক সাইমন সাদিকের বিপরীতে। তবে আলোচনায় এসেছিলেন একবার, যখন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল।
কেকে/এএম