রাজধানীর ঐতিহ্যবাহী ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সাক করা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তা ছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষককে সচস্য সচিব, আবু বকর সিদ্দিককে অভিভাবক প্রতিনিধি ও জান্নাতুল ফেরদৌসকে শিক্ষক প্রতিনিধি করা হয়।
কেকে/এএম