ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ‘লুপহোল আরবান ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট অব বাংলাদেশ, আইজ অব অ্যান এক্সপেট্রিয়েট বাংলাদেশি ইঞ্জিনিয়ার’ শীর্ষক সেমিনার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আইইবি সদর দফতর রমনা ঢাকার সেমিনার হলে (আইইবি পুরাতন ভবন মার্কেন্টাইল ব্যাংকের ওপরে ২য় তলা) অনুষ্ঠিত হবে।
এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড ড্রেনেজ বিশেষজ্ঞ প্রকৌশলী শহীদুল হক। সেমিনারে প্রধান অতিথি থাকবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী ড. মাহমুদুর রহমান।
আইইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলামের (রিজু) সভাপতিত্বে সঞ্চালনায় থাকবেন আইইবি’র সহ-সভাপতি প্রকৌশলী শেখ আল আমিন। স্বাগত বক্তব্য প্রদান করবেন আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
সেমিনারে বিশেষ অতিথি থাকবেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদীন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আব্দুল রশীদ মিয়া।
কেকে/এজে