বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ (কালীগঞ্জ পূবাইল বাড়িয়া) উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান মো. খায়রুল হাসান বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট সততা এবং যোগ্যতার। সমাজের সর্বত্র দুর্নীতি লুটপাট দুঃশাসনের মূল কারণ হলো সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের অভাব। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতির এই সংকট পূরণে সৎ যোগ্য দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দিচ্ছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গনে প্রকাশনা উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, গাজীপুর জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান রানা, ছাত্রনেতা আশিকুর রহমান, নাগরী ইউনিয়ন জামায়াতের সভাপতি বাশার হোসেন প্রমুখ।
খায়রুল হাসান আরো বলেন, দুনিয়া জুড়ে অশান্তির মূল কারণ মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদে এক শ্রেণির লোক প্রভূ হয়ে সাধারণ জনগণকে গোলাম বানিয়ে রাখে। সমাজতন্ত্র পূজিবাদী ব্যবস্থা দুনিয়াকে শান্তি দিতে পারেনি। আগামীর পৃথিবীর অনিবার্য বাস্তবতা হলো ইসলাম। আমরা ইসলামের শ্বাশত আদর্শের ভিত্তিতেই একটি কল্যাণমুখী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে সংগ্রাম করছি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে সেই প্রত্যাশিত সমাজ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে উঠতে হবে।
কেকে/ এমএস