সোমবার, ৩১ মার্চ ২০২৫,
১৭ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ৩১ মার্চ ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
রাজনীতি
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম  (ভিজিটর : ১৩০)
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম | ছবি: খোলা কাগজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম | ছবি: খোলা কাগজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, রাষ্ট্র সংস্কার কাজ শেষ করার আগে নির্বাচন নয়। প্রথমে স্থানীয় নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে হলে নির্বাচনে প্রভাব সৃষ্টিকারী দৈত্য-দানবগুলো চিহ্নিত করা সহজ হবে। এই দৈত্যদানবগুলোকে আটকে দিয়ে জাতীয় নির্বাচন দিলে সেই নির্বাচন ফেয়ার হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই ময়দানে অনুষ্ঠিত মাহফিলে আগত শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে জনগণের ভোটের প্রতিফলন সম্ভব হবে। অন্যথায় অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আগের রাতে ভোট হয়ে যাওয়ার সমূহসম্ভবনাকে উড়িয়ে দেয়া যায় না। যারা নির্বাচনের জন্যে পাগলপারা তারাই সেই দৈত্যদানব।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কেএম বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ জামাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসাইন, খুলনা বিভাগ আবুল কালাম আজাদ, মোমেনশাহী বিভাগ হাজী মুহাম্মদ শাহিন আহমদ, চট্টগ্রাম বিভাগ মুহাম্মদ শরিকুল ইসলাম, ফরিদপুর বিভাগ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, রাজশাহী বিভাগ সিলেট বিভাগ রুনু, প্রবাসী শ্রমিক কল্যাণ সম্পাদক মুহাম্মদ হাসমত আলী।

মাওলানা খলিলুর রহমান বলেন, বৈষম্য দূর করতে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। কিন্তু এখনো শ্রমিক-জনতা চরম বৈষম্যের শিকার। সরকার আসে, সরকার যায় শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান বলেন, ৫৩ বছরেও যারা বৈষম্য দূর করতে পারেনি তাদেরকে জনগণ পুনরায় ক্ষমতায় দেখতে চায় না। সন্ত্রাস-চাঁদাবাজি করে যারা দেশকে পূর্বের জায়গা নিয়ে যেতে চায় তারা দেশও জনগণের শত্রু। তারা ফ্যাসিবাদের দোসর।

সেক্রেটারি জেনারেল কেএম বেলাল হোসাইন বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে বৈষম্য দূর করতে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। ক্ষমতার জন্য যারা অস্থির হয়ে উঠছে, তারা ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। সংস্কার ব্যতীত নির্বাচন হলে জনগণের কোন কল্যাণ হবে না। নতুনভাবে ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠিত হতে না পারে সে জন্য সংস্কার করা জরুরি।

কেকে/এজে

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল, ৭ দিনের জাতীয় শোক
আমরা দেশে শান্তি চাই, কারো ভয়ে যাতে ভীত হতে না হয়: প্রধান উপদেষ্টা
ভারতে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা
কালাইয়ে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা
ভোলায় বাবাকে খুন করে পালিয়েছে ছেলে

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close