বুধবার, ২ এপ্রিল ২০২৫,
১৯ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ২ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
বীরগঞ্জে আন্দোলনের মুখে আলু সংরক্ষণ হিমাগার সীলগালা
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৫ পিএম  (ভিজিটর : ১৭৭)
আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আলু ঢেলে মহাসড়ক অবরোধ কর্মসূচি। ছবি: প্রতিনিধি

আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আলু ঢেলে মহাসড়ক অবরোধ কর্মসূচি। ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ ও ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও আলু ঢেলে মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিজয় চত্বরে আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচিতে অনেক কৃষক ও আলু ব্যবসায়ী অংশ নেন।

উপজেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আদর্শ কৃষক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু, আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হর সুন্দর বর্মন, সহসভাপতি ইউপি সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম,  সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সুজালপুর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ জসিম উদ্দিন প্রমুখ।

তারা অভিযোগ করে জানান, চলতি বছর জেলার হিমাগার মালিকরা আলু সংরক্ষণের জন্য অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করেছেন। যা দেশের অন্যান্য অঞ্চলের হিমাগারের নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি। আলু চাষি ও ব্যবসায়ীরা ভাড়া পুনঃনির্ধারণের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার দাবি জানালেও কোনো অগ্রগতি হয়নি।  

আলু চাষি কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক বলেন, গত বছর হিমাগারে প্রতিটি ৬০ কেজি বস্তায় আলু সংরক্ষণের জন্য ভাড়া নির্ধারণ করা হয় ৩২০ টাকা। কিন্তু এ বছর প্রতিকেজি আলু ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ টাকা। তাই এ বছর আমাদের প্রতি কেজিতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। যা গতবারের প্রায় দ্বিগুন।

জানা গেছে সম্প্রতি বগুড়ার এক উপজেলায় প্রতি বস্তায় মাত্র ৫০ টাকা ভাড়া বৃদ্ধি করায় সেখানে এ ধরনের আন্দোলন হয়। উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় কোন ভাড়া বৃদ্ধি না করেই গতবারের ভাড়া বহাল রাখা হয় কিন্তু বীরগঞ্জের হিমাগার মালিকরা প্রশাসনকে গুরুত্ব না দেয়ায় দীর্ঘদিনেও সুরাহা হয়নি।

আজ দ্বিতীয় দফায় চাষী ও ব্যবসায়ী সমিতির দূর্বার আন্দোলনে মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখা হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করতে ব্যর্থ হন। আন্দোলনকারীদের প্রবল চাপে অতিরিক্ত  কৃষি কর্মকর্তা রকিবুল হাসান প্রামানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হায়দার আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায় কে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী হিমাদ্রি লিঃ, শাহী হিমাগার ২টি ও রাহবার ক্লোন্ডষ্টোর সিলনগালা করার পরে  মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এবিষয়ে যতদিন সুরাহা না হয় ততদিন হিমাগার বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ব্যপারে মালিক পক্ষ হিমাদ্রির প্রতিনিধি নুরন্নবী, রাহবার প্রতিনিধি  রুবেল এবং শাহী হিমাগারের হিরুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা সীলগালা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ব স্ব কর্তৃপক্ষ ইতোমধ্যে অবগত হয়েছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  আলু সংরক্ষণ হিমাগার   অতিরিক্ত ভাড়া   সীলগালা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

৭১-এ অন্য সংগঠন করতাম, যুদ্ধাপরাধের অভিযোগ মিথ্যা
লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাছান মাহমুদকে
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: খালেদা জিয়া
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না: উপদেষ্টা মাহফুজ
কুষ্টিয়ায় ঈদের মাঠে টাকা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৯

সর্বাধিক পঠিত

সুন্দরগঞ্জে ঈদ পুনর্মিলনী, ঐক্য, আনন্দ ও সংস্কৃতির মিলনমেলা
কিশোরগঞ্জে অস্ত্রের মুখে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
বাঞ্ছারামপুরের রুপসদীতে বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে আবাদী জমি
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close