শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর বাসন কলম্বিয়ার গার্মেন্টসের সামনে আন্দোলন করেছে হামীম গ্রুপের দ্যাটস ইট কারখানা শ্রমিকেরা।
শ্রমিকদের অভিযোগ, কিছুদিন পূর্বে কারখানার এক স্টাফের সাথে কতিপয় শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রায় ৭২ জন শ্রমিককে ছাটাই করে তালিকা গেইটে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজকে আমরা মহাসড়কে নেমে এসেছি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বাসন এলাকার কলম্বিয়ার গার্মেন্টসের ডামনে সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
গাজীপুর শিল্প পুলিশের এস আই হাবিল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভোগরা কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল শ্রমিকেরা। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এস আই হাবিল উদ্দিন বলেন, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ইন্টারনাল একটি ঘটনায় কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এতে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করেছে। পরে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে। দুপুর ২টায় দিকে শ্রমিকেরা বাসায় চলে গেছে।
গাজীপুর ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার অশোক কুমার পাল গণমাধ্যমকে বলেন, শ্রমিক বিক্ষোভের ফলে সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
কেকে/এএম